অনলাইন ডেস্ক নিউজ ::
কমলগঞ্জে স্ত্রীকে হত্যার পর ঘাতক স্বামী থানায় আত্মসমর্পন
পাবনার সুজানগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান শাহীনকে
প্রায় ২৩ লাখ টাকাসহ গতকাল রাতে আটক করে র্যাব। তার সঙ্গে থাকা ১০ সহযোগীকেও আটক করা হয়। আটকের পর আজ মঙ্গলবার (৭ ইমে) মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
গতকাল সোমবার (৬ই মে) দিবাগত রাত ১২টার দিকে সুজানগরের চর ভাবনীপুর থেকে তাদের আটক করে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।
শাহিন সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান। আগামীকাল বুধবার (৮ই মে) অনুষ্ঠিত হতে যাওয়া ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আনারস প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আটকের পর থেকে থানার সামনে আন্দোলন শুরু করেন শাহীনের সমর্থকরা। তারা শাহীনের মুক্তি দাবি করেন।
এবিষয়ে র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো: এহতেশামুল হক খান বলেন যে, আটকের পর আজ মঙ্গলবার (৭ই মে) দুপুরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে শাহীনসহ তার সহযোগীদের। টাকাগুলো জব্দ করে রাখা হয়েছে।
তিনি এ বিষয়ে আরও বলেন যে, জিজ্ঞাসাবাদ শেষে প্রার্থী শাহীনকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন করেননি। তাকে সন্দেহেমূলক আটক করা হয়েছিল।
ছবি ও তথ্য সংগ্রহ।