কমলগঞ্জ প্রতিনিধি::
উপজেলা নির্বাচনে তারিখ জানালেল ইসি
২০২৩- ২৪ইং অর্থবছরে মানবিক কর্মসূচির আওতায় ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার দরিদ্র মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির ঈদ উপহার ১০ কেজি করে চাল ৩০৮১ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৯ই এপ্রিল) দুপুর ১২টায় কমলগঞ্জ পৌরসভা প্রাঙ্গনে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমদ এর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমিন তরফদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আছলম ইকবাল মিলন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, ট্যাগ অফিসার মুরশেদা মেরিনা, মুন্না রাশ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, মাধবপুর ইউপি চেয়ারম্যান আশিদ আলী সহ কমলগঞ্জ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও গনমাধ্যমকর্মীবৃন্দ।