কমলগঞ্জ প্রতিনিধি::
কুলাউড়ায় বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি আহত
কমলগঞ্জে লাউয়াছড়ার স্টুডেন্ট ডরমিটরিতে ৩দিন ব্যাপি ব্যনপ্রাণী উদ্ধার ও অবমুক্ত করণ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন।
গত (২৩শে থেকে ২৫শে) মার্চ পর্যন্ত সকাল ৯:৩০ থেকে বিকাল ৪:৩০ ঘটিকা পর্যন্ত প্রশিক্ষণ চলে।
ব্যনপ্রাণী ব্যাস্হপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সিলেটের উদ্যােগে। শেখ কামাল ওয়াইল্ডলাইফ সেন্টার গাজীপুর এর তত্ত্বাবধানে। ইউএসআআইডি ও প্রতিবেশ প্রকল্পের সহযোগিতা।
এর আগে গত ২৩শে মার্চ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ব্যনপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সিলেটের এসিএফ মহোদয়।
এসময়ে উপস্থিত ছিলেন লাউয়াছড়া ও সাত ছড়ি সাইটের সাইট অফিসার আশরাফ ও মনিরুল ইসলাম।
বিশেষ করে তিনটি বিষয়ে উপর প্রশিক্ষণ দেওয়া হয়।
১/ বিষয় ছিল সাপ ধরা, বিষধর সাপ ও নির্বিষ সাপ চেনা উপায়, সাপে কাটলে তার করণীয় কি ইত্যাদি।
২/ বিষয় ছিল পশু পাখি চেনার উপায় ও হারিয়ে যাওয়া পাখি গুলোর চিত্র প্রদর্শন করা হয়।
৩/ পশুকে বিভিন্ন লোকালয় থেকে উদ্ধার করতে কি কি করনীয় তা নির্ধারন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
২৪ জন প্রশিক্ষণর্থীকে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ দেন। তিন জন প্রশিক্ষক একজন প্ররিচালক ও দুইজন সহযোগী সদস্য।
পরিচালক মদিনুল আহসানের পরিচালনার প্রশিক্ষণ দেন প্রশিক্ষক অসীম মল্লিক ওয়াইল্ডলাইফ ইনস্পেক্টর বম অধিদপ্তর বনভবন আগারগাঁও ঢাকা, প্রশিক্ষক মোঃ সোহেল রানা হারপেটোজিস্ট শেখ কামাল ওয়াইল্ডলাইফ সেন্টার, গাজীপুর বন অধিদপ্তর,আল্লামা শিবলী সাদিক পাখিবিদ শেখ কামাল ওয়াইল্ডলাইফ সেন্টার গাজীপুর, বন অধিদপ্তর।
এসময়ে আরও উপস্থিত ছিলেন লাউয়াছড়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম ও প্রতিবেশ প্রকল্পের লাউয়াছড়া সাইটের মমতা দাস ও সিপা বেগম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে আরও প্রশিক্ষণ দেওয়া হয় বন ও পরিবেশ আইনের আওতায় কি কি কাজ করা হয়। ওই আইন অমান্য করলে কি হয়। সমাপনী দিনে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এসময়ে প্রশিক্ষণার্থীদের মাধ্যমে অবমুক্ত করা হয় একটি অজগর সাপ,টিয়া,ময়না,সালিক পাখি ইত্যাদি।
এছাড়াও অনুষ্ঠানে আরও আলোচনা করা সাপ, কচ্ছপ, ইদুর ইত্যাদি।
প্রশিক্ষণার্থীদের মৌখিক ও লিখিত পরীক্ষা নেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, এস. এম মুমিনুল ইসলাম ফয়সল, কাজি শামসুল ইসলাম, রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।