1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
দেশের ৬ বিভাগে বজ্রসহ বৃষ্টির শঙ্কা - আলোরদেশ২৪

দেশের ৬ বিভাগে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৭ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মৃত ৮ বাংলাদেশির পরিচয় মিলেছে

প্রকৃতিতে ফাগুনের সুর থাকলেও রাজধানী ঢাকাসহ মোটামুটি আজ সারা দেশেই সকাল থেকেই আকাশ গুমোট। কুয়াশা না মেঘ তা বোঝার উপায় নেই। আর এর প্রভাবে রাতেই দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ মঙ্গলবার (২০শে ফেব্রুয়ারি) এ বিষয়ে আবহাওয়াবিদ মোঃ শাহীনুর ইসলাম সংবাদমাধ্যমকে জানান যে, আগামী চার দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। থেমে থেমে এবং জায়গা পরিবর্তন করে ২৪শে ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শীতকাল মোটামুটি শেষ পর্যায়ে হওয়ায় এখন বৃষ্টি হলে সঙ্গে ঝড়ও থাকতে পারে।

এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইডি গবেষক এবং আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন যে, আজ মঙ্গলবার বিকেল ৫টার পর থেকে সকাল ৬টার মধ্যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের উত্তর-পূর্ব দিকের জেলাগুলো ও রাত ৮টার পর থেকে সকাল ৬টার মধ্যে খুলনা, বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের দক্ষিণের জেলাগুলো ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

তিনি আরও জানান যে, মঙ্গলবার দুপুর ২টার রাডার ও কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশা রাজ্যের সীমান্তবর্তী এলাকা, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যের সীমান্তবর্তী এলাকায় মেঘের সৃষ্টি হচ্ছে। একই সময়ে বাংলাদেশ সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের মেঘালয় সীমান্ত এলাকায় মেঘের সৃষ্টি হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো থেকে প্রাপ্ত পূর্বাভাসে দেখা যাচ্ছে উপরোক্ত স্থানগুলোতে বজ্রপাতসহ বৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে।

এদিকে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য স্থানের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকবে।

এদিন সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আর সর্বোচ্চ ৩২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে।

তবে সারা দেশের রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে।

ছবি ও তথ্য সংগ্রহ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed