1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংসদে বিরোধী দল জাতীয় পাটি বললেন : ওবায়দুল কাদের - আলোরদেশ২৪

সংসদে বিরোধী দল জাতীয় পাটি বললেন : ওবায়দুল কাদের

  • প্রকাশিত : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৯৫ বার দেখা হয়েছে


অনলাইন ডেস্ক নিউজ ::

সারা দেশে বিএনপির কালো পতাকা মিছিল

দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দলের আসনে জাতীয় পার্টিই বসবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার (২২শে জানুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান সংসদে দ্বিতীয় বৃহত্তম দল জাতীয় পার্টি ১১টি আসনে আর স্বতন্ত্ররা জিতেছেন ৬২ আসনে। এমন পরিস্থিতিতে জাতীয় সংসদের বিরোধী দল কে হবে। এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের উল্টো প্রশ্ন করেন, ‘বিরোধী দল কার হওয়া উচিত?’ তখন ওই সাংবাদিক বলেন যে, দ্বিতীয় বৃহত্তম দলেরই হওয়া উচিত। এ সময় কাদের বলেন যে, তাহলে ধরে নিন তারাই (জাতীয় পার্টি হচ্ছে)।

তবে বিরোধী দলীয় নেতা প্রসঙ্গে তিনি বলেন যে, সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী বিরোধী দল বলে কোনো কিছু না থাকলেও বিরোধী দলীয় নেতার বিষয়টি রয়েছে। কার্যপ্রণালি বিধি অনুযায়ী বিরোধী দলের নেতা কে হবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার স্পিকারের।

স্পিকার যাকে বিরোধী দলের নেতা হিসেবে স্বীকৃতি দেবেন, তিনি সংসদে প্রধান বিরোধী দলের নেতা হবেন।

সরকারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার অঙ্গীকারের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন যে, প্রধানমন্ত্রী সব মন্ত্রণালয়কে কর্মপরিকল্পনা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। এটা নিয়ে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। এটা তো এক/দুই দিনের ব্যাপার নয়। খুব দ্রুত এই কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া সবাই দেখতে পাবেন।

এসময় বিএনপির কালো পতাকা মিছিল কর্মসূচি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন যে, তারা সবকিছু হারিয়ে এখন দুঃখের সাগরে নিমজ্জিত। নির্বাচনে হেরে গেছে, আন্দোলনে হেরে গেছে, নির্বাচন বর্জন করেছে। আমি শুধু বলব, কালো পতাকা মিছিলের সঙ্গে কালো ব্যাজটাও ধারণ করতে। তাহলে ষোলো আনা পূর্ণ হয়ে যাবে।

তিনি আরও বলেন যে, তারা (বিএনপি) বিভিন্নভাবে সরকারবিরোধী তৎপরতায় লিপ্ত রয়েছে। দেশে ও বিদেশে গুজব ছড়াচ্ছে। তাদের অগ্নি-সন্ত্রাসের সাথে এখন যুক্ত হয়েছে গুজব-সন্ত্রাস। দেশে ও বিদেশে তারা (বিএনপি) সরকারের বিরুদ্ধে গুজব চালাচ্ছে।

জনাব, ওবায়দুল কাদের বলেন যে, আওয়ামী লীগ সরকার কচুপাতার পানি যেমন : টাক (ধাক্কা) লাগলে পড়ে যাবে- তেমন সরকার নয়। এই সরকারের শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে। এ সরকারের শক্তির উৎস বাংলাদেশের জনগণ। কথার বোমা মেরে এ সরকারকে উৎখাত করা যাবে না।

এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন, পারভীন জামান প্রমুখ।

ছবি ও তথ্য সংগ্রহ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed