কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজারে নির্নাচনি আচরণ বিধিমালা বিষয়ক অবহিতকরণ সভা
মন্ত্রীসভায় ডাক পেয়েছেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সপ্তমবারের মতো নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ।
আজ (১০ই জানুয়ারি) বুধবার রাতে শপথ গ্রহণের জন্য মন্ত্রী পরিষদ বিভাগ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামিকাল বৃহষ্পতিবার বঙ্গভবনে শপথ নেবেন তিনি।
উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ একাধারে টানা সাতবার এ অঞ্চলের গণমানুষের ভোটে নির্বাচিত হয়ে আসছেন। সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিলেট বিভাগের সকল সংসদ সদস্যদের চেয়ে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন যে, কোন মন্ত্রণালয় মিলছে তা এখনো জানানো হয়নি। আগামীকাল সন্ধ্যা ৭টায় মহামান্য রাষ্ট্রপতি বঙ্গভবনে প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন। এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।
উল্লেখ্য যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নৌকার প্রার্থী মোঃ আব্দুস শহীদ ২১২৪৯১টি ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুল মুহিত হাসানী (মোমবাতি) প্রতীকে ৫৩৯০, আনোয়ার হোসাইন (মিনার) ৫০৬৮ ভোট পেয়েছেন।