অনলাইন ডেস্ক নিউজ ::
সুনামগঞ্জে বিএনপির ডাকে হরতালে দূরপাল্লার যানবাহন চলাচল করেনি
রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাথমিকভাবে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দগ্ধ হয়েছেন বেশ কয়েকজন। বিষয়টি নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগের রাতে শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে এ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কেন্দ্রিয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাকিবুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন যে, রাত ৯টার দিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। পরে ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিটসহ মোট সাতটি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। এই সংবাদ লেখা পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আগুন নেভানোসহ উদ্ধার কাজ চালানোর খবর পাওয়া যায়।