কমলগঞ্জ প্রতিনিধি::
কমলগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারগণকে ভোটদানে উদ্বুদ্ধকরণ যৌথসভা অনুষ্ঠিত
“নতুন বছর নতুন দিন
নতুন বইয়ে হোক রঙিন”
এই স্লোগান কে কেন্দ্র করে কমলগঞ্জ দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হলো “বই বিতরণ উৎসব ২০২৪”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব সৈয়দ ইব্রাহিম মোহাম্মদ আবদুহু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলগঞ্জ দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সোলায়মান আহমাদ এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শোয়েব আহমদ।
এছাড়াও অন্যান্য শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল বাসির, মাওলানা বাবরুল ইসলাম, মাওলানা সাইফুর রহমান, মাওলানা মুস্তাকিম আহমাদ, জনাব আমিনুল ইসলাম বুলবুল, জনাব ফজলে রাব্বি সাগর, মাওলানা সাইফুল ইসলাম, জনাব রেজাউল হাসান, জনাব মোস্তাকিম তরফদার নাহিদ, জনাবা আয়েশা আক্তার প্রমুখ।অনুষ্ঠানে অভিভাবকদের মধ্য থেকে আলোচনা পেশ করেন আল মদিনা ইসলামিক একাডেমীর প্রিন্সিপাল মাওলানা মুমিনুর রহমান।
অনুষ্ঠানে আলোচকবৃন্দ বই পড়া, বইয়ের সাথে সুসম্পর্ক গঠন করা এবং বই যত্ন করা সহ, নৈতিক চরিত্র গঠন, আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে করণীয় ইত্যাদি বিষয়ে আলোচনা পেশ করেন। মেহমানদের আলোচনা শেষে ছাত্র-ছাত্রীদের হাতে ২০২৪ শিক্ষাবর্ষের নতুন বই তুলে দেওয়া হয়।
এ বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে ছাত্র-ছাত্রীদেরকে বেশ আনন্দিত ও উচ্চসিত হতে দেখা গেছে।