বিশেষ প্রতিনিধিঃ
কমলগঞ্জ দাখিল মাদ্রাসায় মহান বিজয় দিবস পালিত
কমলগঞ্জ হযরত শাহ আজম রহ. দরগাহ্ শরীফের পীর ছাহেব উস্তাদুল উলামা, পীরে তরিকত,শাহ্ সুফি, আরিফ বিল্লাহ উস্তাদুল উলামা হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোশাররফ আলী ছাহেব রহ. এর ২য় বার্ষিকী ঈসালে সাওয়াব ও দোয়ার মাহফিল আগামী ২২ ডিসেম্বর পবিত্র শুক্রবার হযরত শাহ্ আজম রহ দরগাহ শরীফে অনুষ্ঠিত হবে।
ঈসালে সাওয়াব ও দোয়ার মাহফিলে প্রথম অধিবেশন সকাল ১০.০০টা থেকে শুরু হবে পবিত্র কুরআন শরীফের খতম চলবে পবিত্র আসরের নামাজের পূর্ব পযন্ত। পবিত্র আসরের নামাজের পর শুরু হবে ২য় অধিবেশন । ২য় অধিবেশনে দেশবরেণ্য উলামে কেরামগন ধারাবাহিক ভাবে জীবনঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ নছিহত পেশ করবেন।
নছিহত চলবে মধ্যরাত পযর্ন্ত।।
ঈসালে সাওয়াব ও দোয়ার মাহফিলে হযরত শাহ্ আজম রহঃ এর মুরিদীন,মুহিব্বীন ও তরিকত পন্থীসহ সকলের উপস্থিতি একান্ত কাম্য।
আখেরী মোনাজাত পরিচালনা করবেন হযরত মাওলানা মুফতি শাহ্ মোহাম্মদ মোশাহিদ আলী আজমী ছাহেব
পীর ছাহেব হযরত শাহ্ আজম রহ.দরগাহ শরীফ।।