কমলগঞ্জ প্রতিনিধি::
বিজয় দিবসে দিরাইয়ের সরমঙ্গল ইউনিয়নে জাতীয় পতাকা উত্তোলন না করায় জনমনে ক্ষোভ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ দাখিল মাদ্রাসায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ শনিবার ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। কমলগঞ্জ দাখিল মাদ্রাসায়
মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়। বিজয় দিবস শীর্ষক আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলগঞ্জ দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাও সোলাইমান আহমেদ ও সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মাও আব্দুল বাছির,নাহিদ তরফদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সহ-সভাপতি সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাও বাহার আলী,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ দাখিল মাদ্রাসার হিফ্জ বিভাগের সভাপতি জনাব নুরুল ইসলাম।
এর আগে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিভিন্ন গ্রুপে ছাত্রছাত্রীদের খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ দাখিল মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও সাংবাদিকবৃন্দরা।