অনলাইন ডেস্ক নিউজ ::
মৌলভীবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থনকারিতে মৃত ব্যক্তির নাম
প্রতীক বরাদ্দের পর পরই সিলেট সফরের সম্ভাবনা রয়েছে আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সিলেট থেকেই শুরু করা হবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম। নির্দিষ্ট দিনে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেদিন আসবেন- শুনবেন, সেদিন হয়তো প্রধানমন্ত্রীর কাছ থেকে অনেক কিছু পাবেনও সিলেটবাসী।
তবে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ মনে করছেন- সিলেটের নির্বাচনী জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণের মধ্য দিয়ে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন এক উদ্দীপনার। অভ্যন্তরীণ বিভেদ ভুলে সিলেটজুড়ে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে দৃঢ়ভাবে কাজ করবেন।
এছাড়াও অনেকে মনে করেন যে, মনোনয়নবঞ্চিদের মান অভিমান বড় বাধা হবে উদ্দীপনায়। ত্যক্ত বিরক্ত তৃণমুল নেতাকর্মীরা। কারন প্রত্যাশিত প্রার্থীদের বদলে বারবার একই প্রার্থী সুযোগ পাচ্ছে নিবার্চনে। সেই প্রার্থীদের সাথে তৃণমুল নেতাকর্মীদের মনোগত সর্ম্পক নেই, বরং এমপি বলয় সৃষ্টি করে হাইব্রিডদের নিয়ে দলের সর্বোচ্চ সুযোগ নিচ্ছেন প্রার্থীরা।
এদিকে, মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নতুন রূপে সাজছে সিলেট মহানগর। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পক্ষ থেকে রং করানো হচ্ছে সড়কের ডিভাইডারে। সংস্কারকাজ হচ্ছে সড়কে। এছাড়া অপসারণ করা হচ্ছে সড়কের দুপাশের জঞ্জাল।
সিসিকের প্রধান নির্বাহী প্রকৌশলী বলেন যে, ‘মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মহানগরের আম্বরখানা থেকে সার্কিট হাউস পর্যন্ত সড়কে কার্পেটিং করা হচ্ছে। সড়কের ডিভাইডারের গার্ড ওয়াল ও গ্রিলে রং করানো হচ্ছে।
এছাড়াও সাফ করা হচ্ছে সড়কের উপরের টাঙ্গানো ব্যানার ফেস্টুন।
প্রসঙ্গত, গত ২রা সেপ্টেম্বর সিলেট সফরে আসার কথা ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তবে বিরূপ আবহাওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রীর সেই সফর স্থগিত করা হয়। সর্বশেষ ২০১৮ সালের ২২শে ডিসেম্বর সিলেটে অনুষ্ঠিত জনসভায় ভাষণ দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পর আর সিলেট আসেনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।