1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে আসিদ আলী চেয়ারম্যান আন্তঃবাগান ফুটবল ফাইনাল সম্পন্ন - আলোরদেশ২৪

কমলগঞ্জে আসিদ আলী চেয়ারম্যান আন্তঃবাগান ফুটবল ফাইনাল সম্পন্ন

  • প্রকাশিত : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১৭৪ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

ইসরায়েলি সেনারা সামরিক যান রেখে পালিয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা কেন্দ্রীয় চা বাগান মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে
আসিদ আলী চেয়ারম্যান আন্তঃ চা বাগান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে।

ফাইনাল খেলায় টাইব্রেকারে সিলেট লাক্কুর তলা সেরা একাদশ টিম ৫-৪ গোল লালচাঁন একাদশ ফুটবল টিম হবিগঞ্জকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে।

এ টুর্ণামেন্টে মোট ৩২ টি দল নিয়ে আসিদ আলী চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছিল।

আজ (১০ই নভেম্বর) শুক্রবার বিকাল সাড়ে তিনটায় মাঠে এ টুর্নামেন্ট টি শুরু হয় মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলীর সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়।

মাধবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সম্পাদক তোফাজ্জল হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, ন্যাশনাল টি কো. ডেপুটি জেনারেল ম্যানেজার মাহবুব আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল (মিলন), কমলগঞ্জ থানার পরিদর্শক তদন্ত আব্দুর রাজ্জাক, কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলেমান মিয়া,পাত্রখোলা চা বাগানের ব্যনস্থাপক আনোয়ার হোসেন, কুরমা চা বাগানের ব্যবস্থাপক রফিকুল ইসলাম, মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক লক্ষিনারায়ন সিংহ, যুগ্ম সম্পাদক আব্দুল মুমিন প্রমূখ।

এদিকে অনুষ্ঠানে স্থানীয় সাংসদ আব্দুস (এমপি) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা থাকলেও সরকারী কাজে ব্যস্ততার কারণে উপস্থিত হতে না পারায় দর্শকদের প্রতি দুঃখ প্রকাশ করে মুঠোফোনে বক্তব্য দেন। তুমুল প্রতিদ্বন্ধিতাপূর্ণ খেলায় গোল শুন্য ড্র হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে সিলেট লাক্কুর তলা সেরা একাদশ টিম ৫-৪ গোল লালচাঁন একাদশ ফুটবল টিম হবিগঞ্জকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।

খেলা শেষে অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। খেলাটি উপভোগ করতে মাঠে প্রচুর দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed