কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরী ইয়ুথ ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১০ই নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মণিপুরী কালচারাল কমপ্লেক্সে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে সুশীল সিংহ ও সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্র সিংহ নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন কমিশনার আহৈবম রনজিৎ সিংহ, নির্বাচন কমিশনের সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন জয়ন্ত কুমার সিংহ ও সদস্য হিসেবে কুঞ্জরানী সিনহা উপস্থিত ছিলেন। এছাড়া প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন হাওবম সুধীর সিংহ ও কন্থৌজম শিল্পী।
নির্বাচনে সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ২১ জন ভোটার ভোট দিয়েছেন।