কমলগঞ্জ প্রতিনিধি::
চার দেশের ওপর নতুন করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
কমলগঞ্জে মাধবপুর ইউনিয়ন বাঘবাড়ি গ্রামে
শ্মশানঘাট উন্নয়নের লক্ষে বাঘবাড়ী যুব ও ক্রীড়া সমাজকল্যাণ সংস্থাএর ব্যবস্থাপনায় বাগবাড়ী এলাকার সকলের সর্বসম্মতিক্রমে একটি কমিটি গঠিত হয়। বাঘবাড়ী সার্বজনীন শ্মশানঘাট কমিটির নামে পরিচিত। উক্ত কমিটি গত ০১ জুলাই ২০২৩ তারিখ জেলা প্রশাসক মৌলভীবাজার বরাবর খাস ভূমি শ্বশানঘাট বন্দোবস্ত প্রদানের জন্য কমিটির সভাপতি শ্রী রবীন্দ্র কুমার সিংহ একটি আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক মহোদয় জমি পরিদর্শনের জন্য সহকারী ভূমি কমিশনার কমলগঞ্জ কে নির্দেশনা প্রদান করেন। গত ০৩ নভেম্বর সহকারি ভূমি কমিশনারের প্রতিনিধি হিসেবে ভূমি অফিসের কর্মকর্তা মো: এনামুল হক সরজমিনে ভূমি পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি শ্রী রবীন্দ্র কুমার সিংহ, সাধারণ সম্পাদক ননীমোহন সিংহ সহ এলাকার গগণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং কমিটির সদস্যবৃন্দ।
মৃতদের সৎকার ও শ্মশানভূমি উন্নয়ন করনে বন্দোবস্ত প্রদানে গুরুত্ব আরোপ করে নির্মল কুমার সিংহ বলেন ঝোপঝাড় পরিস্কার সহ একটি শেডঘর নির্মাণ সীমানা নির্ধারণ এবং সুন্দর পরিবেশ তৈরি করতে শ্মশানভূমি বন্দোবস্ত প্রাপ্তি খুবই জরুরী।