1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
আগামীকাল দেশজুড়ে আওয়ামীলীগের শান্তি সমাবেশ - আলোরদেশ২৪

আগামীকাল দেশজুড়ে আওয়ামীলীগের শান্তি সমাবেশ

  • প্রকাশিত : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৭৫ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

রাজধানীর সংঘর্ষে নিন্দা জানাল যুক্তরাষ্ট্র

আগামীকাল রোববার (২৯শে অক্টোবর) বিএনপির দেয়া দেশজুড়ে হরতাল কর্মসূচির পাল্টা হিসেবে দেশজুড়ে আওয়ামী লীগের নেতৃত্বে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার (২৮ই অক্টোবর) বিকেলে নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশজুড়ে হরতাল কর্মসূচি ঘোষণা করেন। এর কয়েক ঘণ্টা পর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত আওয়ামী লীগের জনসভা থেকে এ কর্মসূচি ঘোষণা করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দেশজুড়ে উন্নয়নের নানা উদাহরণ তুলে ধরে ওবায়দুল কাদের অভিযোগ করেন যে, এসব উন্নয়ন বিএনপির সহ্য হয় না। তারা এগুলো ধ্বংস করতে চায়। এ সময় চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের কথাও তুলে ধরেন তিনি। রাজধানী বিএনপির ডাকা সমাবেশকে কেন্দ্র করে ঘটা সংঘর্ষের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি চট্টগ্রাম ছিলেন। সে কথা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঘটনা শুনে ‘নেত্রী (আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা) বলেছেন, দেখি ওরা কী করে।’ কাদের বলেন যে, ‘খেলা হবে। ফখরুল সাহেব কই? বিএনপি কোথায়? কোথায় গেছে? মহাযাত্রা এখন মহামরণ যাত্রা। বিএনপির মহাযাত্রা এখন মরণযাত্রায় পরিনত হয়েছে।

কাদের এ সময় আরও বলেন যে, ‘জবাব দিতে হবে। আজকে একজন সজ্জন মানুষ, প্রধান বিচারপতি; তার বাড়িতে কারা হামলা করেছে? এদের বিরুদ্ধে খেলা হবে। পুলিশের ওপর হামলা করেছে, একজন পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছে। এদের ছাড় দেয়া হবে না।’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি কত নোংরা দল। খুনি দল, সন্ত্রাসী দল। তাদের পুরোনো চেহারা আজকে আবার তারা জাতির সামনে তুলে ধরেছে। এদের বিরুদ্ধে খেলা হবে।’ কাদের বলেন, ‘এদের কোনো ছাড় নেই। আমি ঘোষণা দিচ্ছি। এদের এই নৈরাজ্যের হরতাল কেউ মানবে না। এই অস্ত্র ভোঁতা হয়ে গেছে। এই ভোঁতা অস্ত্রে কাজ হবে না।

এ সময়ে তিনি বিএনপির হরতালের পাল্টা হিসেবে আজ সারাদেশের মহানগর, থানা, জেলা, উপজেলাসহ সবখানে আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশের ঘোষণা দেন। ওবায়দুল কাদের বলেন, আমি সন্ত্রাসের বিরুদ্ধে, বিশৃঙ্খলার বিরুদ্ধে। আমরা শান্তি চাই। নির্বাচনে, নির্বাচনের পরও আমরা শান্তি চাই।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed