অনলাইন ডেস্ক নিউজ ::
আগামী ২৯শে জানুয়ারির মধ্যে যেভাবেই হোক নির্বাচন হতে হবে
ফিলিস্তিনিদের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস দাবি করছে তারা ইসরায়েলি সেনাদের ওপর আকস্মিক হামলা চালায়।
এ সশস্ত্র গোষ্ঠীর সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস জানিয়েছে যে, তারা ইসরায়েলিদের দুটি সামরিক বুলডোজার ও একটি ট্যাংক লক্ষ্য করে হামলা চালিয়েছে। এরপর সেখান থেকে সামরিক যান রেখে পালিয়ে যায় ইসরায়েলি সেনারা।
গতকাল রোববার (২২শে অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে এ ব্যাপারে হামাস বলেছে, ইহুদিবাদী বাহিনীর সেনারা গাজার খান ইউনিসে আল-কাসেম ব্রিগেডসের অতর্কিত হামলার মুখে পড়ে। এরপর সেখান থেকে সামরিক যান রেখে পায়ে হেঁটে সীমান্ত বেড়ার পূর্ব দিকে পালিয়ে যায় তারা।
এবিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে, গাজা উপত্যকার সীমান্তঘেঁষা কিসুফিম এলাকার কাছে অবস্থান নেওয়া তাদের সেনাদের লক্ষ্য করে শুধুমাত্র গুলি ছোড়া হয়েছে এবং যেখান থেকে হামলা চালানো হয়েছে সেখানে প্রতিরক্ষা বাহিনীর একটি ট্যাংক থেকে পাল্টা হামলা চালিয়েছে।