অনলাইন ডেস্ক নিউজ ::
গাজায় ইসরায়েলের হামলায় শিশুসহ নিহতের সংখ্যা এক হাজার
ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার ঘটনায় নিন্দা জানাতে মালয়েশিয়াকে চাপ সৃষ্টি করছে পশ্চিমা দেশগুলো। তবে তাদের এই চাপের মুখে মাথা নত না করার অঙ্গীকার ব্যক্ত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
আজ সোমবার (১৬ই অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
আজ মালয়েশিয়ার সংসদে আনোয়ার ইব্রাহিম বলেছেন যে, বিভিন্ন বৈঠকে হামাসের প্রতি নিন্দা জানাতে পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলো মালয়েশিয়াকে বারবার চাপ দিচ্ছে। তবে আমি বলেছি যে নীতি-গত-ভাবে হামাসের সঙ্গে আগে থেকেই আমাদের সম্পর্ক রয়েছে। আর তা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন যে, আমরা তাদের এমন মনোভাবের সঙ্গে একমত নই। কারণ হামাস গাজায় অবাধ নির্বাচনে বিজয়ী। গাজাবাসী তাদের নির্বাচিত করেছে।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া দীর্ঘকাল ধরেই ফিলিস্তিন ইস্যুতে বেশ সোচ্চার। ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাত নিরসনে তারা দ্বি-রাষ্ট্র-ভিত্তিক সমাধানের পক্ষে। এমনকি ইসরায়েলের সঙ্গে দেশটির কোনো কূটনৈতিক সম্পর্কও নেই।
অতীতে বিভিন্ন সময়ে হামাসের শীর্ষ নেতারা প্রায়ই মালয়েশিয়া সফর করে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। ২০১৩ সালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক হামাসের আমন্ত্রণে ইসরায়েলি অবরোধ সত্ত্বেও গাজা সফর করেছিলেন তিনি ।