1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
নড়াইলে স্বর্ণপদক জয়ী রূপালীকে পুলিশ সুপারের সংবর্ধনা - আলোরদেশ২৪

নড়াইলে স্বর্ণপদক জয়ী রূপালীকে পুলিশ সুপারের সংবর্ধনা

  • প্রকাশিত : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২০৭ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

স্বামীকে হত্যা করে প্রেমিকের সঙ্গে একই ঘরে

স্পেশাল অলিম্পিকস ওয়ার্ন্ড গেমস্ বার্লিন (জার্মানি)-২০২৩ এ সাঁতারে স্বর্ণ ও ব্রোঞ্জ পদক অর্জন করায় রূপালী খাতুনকে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার ( ১১ই জুলাই) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা দেওয়া হয়। রূপালী খাতুন (১৬) নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশী (দক্ষিণপাড়া) গ্রামের টুকু মিয়ার মেয়ে। চার ভাই-বোনের মধ্যে রূপালী ছোট।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন স্বর্ণপদক জয়ী রূপালী খাতুনকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার তাকে উপহার সামগ্রী, ক্রেস্ট ও অর্থ পুরস্কার প্রদান করেন।

পুলিশ সুপার সাদিরা খাতুন বলেন, নড়াইল ক্রীড়া ও সংস্কৃতির ঐতিহ্যে সমৃদ্ধ একটি জেলা। এখানেই বিশ্বখ্যাত ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ও রূপালীর মত তারকাদের জন্ম। ক্রিকেটের কিংবদন্তী যেমন বিশ্বে বাংলাদেশকে উচ্চ জায়গায় নিয়ে গেছে তেমনি রূপালী নড়াইলবাসী তথা সমগ্র দেশের জন্য আন্তর্জাতিক খ্যাতি বয়ে এনেছে। রূপালীর এই অবদান নড়াইল তথা সমগ্র বাংলাদেশ মনে রাখবে। রূপালী সৎ রিক্সাচালক বাবার এক যোগ্য সন্তান। রূপালীর এই আন্তর্জাতিক খ্যাতি অর্জনে তার পরিবার অপরিমেয় শ্রম দিয়েছে, তাদের অবদান অনস্বীকার্য।

তিনি আরো বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করছে। বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্ক খোলা হয়েছে এবং তাদের সেবা প্রদান করা হচ্ছে।

এসময়ে তিনি নড়াইলের শিকদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিকদার মনজুরুর রহমান পান্নুকে রূপালীর মতো প্রতিবন্ধীদের পৃষ্ঠপোষকতা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উৎসাহ দেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed