কমলগঞ্জ প্রতিনিধিঃঃ
সেপটিক ট্যাংকে ২ শ্রমিকের মৃত্যু
কমলগঞ্জ হযরত শাহ আজম রহ. দরগাহ্ ফাউন্ডেশনের উপদেষ্টা,শমশেরনগর ইউনিয়ন আল-ইসলাহ’র সাবেক সভাপতি ও দলিল লেখক সমিতির সভাপতি, সুজা মেমোরিয়াল গভণিং বডির সভাপতি,আবদুল মচব্বির একডেমীর প্রতিষ্ঠাতা,শমশেরনগর খেলোয়াড় কল্যান সমিতির সভাপতি, শমশেরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মছব্বির সাহেব,
তিনি দীর্ঘদিন ধরে কিডনী জটিলতায় ভুগছিলেন।
তিনি আজ ভোর ৬.২০ মিনিটের সময় সিলেট আল-হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউ।
তার মৃত্যুে কমলগঞ্জ হযরত শাহ্ আজম রহ. দরগাহ্ ফাউন্ডেশনের সভাপতি হযরত মাওলানা মূফতী শাহ্ মোহাম্মদ মোশাহিদ আলী আজমী সাহেব গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। আমরা দোয়া করি যে
আল্লাহ তায়া’লা তার জিবনের সকল ভুল-ভ্রান্তি ক্ষমা করে দিন এবং পরকালের সফরকে সহজ করুন। তাওফীক দান করুন।