আওয়ামীলীগের একটি প্রতিনিধিদল ভারত যাচ্ছে এ মাসের শেষে
অনলাইন ডেস্ক নিউজ ::
কমলগঞ্জে বন্দুকসহ চার ভারতীয় নাগরিক আটক
ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল চলতি জুলাই মাসের শেষ সপ্তাহে ভারত সফরে যাচ্ছে।
প্রতিনিধিদলটি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
দলে আওয়ামী লীগের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ ৫ জন নেতা থাকবেন বলে আওয়ামী লীগের একাধিক সূত্র হতে জানা গেছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় একটি সূত্র জানায় যে, দলের মধ্যে আলোচনায় প্রাথমিকভাবে ৫ জনের একটি প্রতিনিধিদলের তালিকা রয়েছে।
এ তালিকায় আছেন সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম ও সংসদ সদস্য আরমা দত্ত।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী জানান, সফরের দিন তারিখ এখনো চুড়ান্ত হয়নি বলেই জানি। তবে এ মাসের শেষের দিকে সফরটি আয়োজনের সম্ভাবনা আছে।
দলীয় একটি সূত্রে জানা যায় যে, সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা ভারতের প্রধানমন্ত্রী, বিজেপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার নানা বিষয়ে আলোচনা হবে।
উল্লেখ্য যে, আগামী সেপ্টেম্বরে বঙ্গবন্ধু,র জৈষ্ঠ্য কন্যা, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে যাবেন।