কমলগঞ্জ প্রতিনিধি::
ভারতের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি সারা দেশব্যাপী শ্রীমদ্ভাগবত গীতা প্রতিযোগিতার আয়োজন করেছে। কেন্দ্রীয় কমিটির কর্মসূচি অংশ হিসেবে
আজ শুক্রবার ১৬ই জুন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখা কর্তৃক মৌলভীবাজারের কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি প্রাঙ্গণে সকাল ১১টায় দিনব্যাপী শ্রীমদ্ভাগবত গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি শংকর লাল সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাশ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য রামভজন কৈরি, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদনা ধীরেন্দ্র কুমার ধর।
শ্রীমদ্ভাগবত গীতা প্রতিযোগিতায় বিচারকের দ্বায়িত্ব পালন করেন সুনীল কুমার বৈদ্য, অধ্যাপক নির্মলেন্দু দেব, শিক্ষক উত্তম লোহার, রিপন পাল সমর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রত্যুষ ধর, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ, ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি সঞ্জয় কান্তি দেব, মাসিক চা মজদুর সম্পাদক সীতারাম বীন, বিশিষ্ট ব্যবসায়ী কানু দেব প্রমুখ।
এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ শতাধিক ভক্তমন্ডলী ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। পরে মহাপ্রসাদ বিতরণ ও বিজয়ীদের মধ্যে ক্রেস্ট, প্রশংসাপত্র, শ্রীমদ্ভাগবত গীতা এবং সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রশংসাপত্র বিতরণের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষনা করা হয়।
উল্লেখ্য, তৃতীয় থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ‘ক’ গ্রুপে ১৮ জন এবং ৮ম শ্রেণি হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ‘খ’ গ্রুপে ১৯জনসহ মোট ৩৭ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহন করে।