অনলাইন ডেস্ক নিউজ ::
ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার লোভে জিনিসের দাম বাড়িয়েছে : বানিজ্য মন্ত্রী
ভারতের ওড়িশা রাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (৩রা জুন) শনিবার প্রধানমন্ত্রীর প্রেস শাখা থেকে এ শোকবার্তাটি গণমাধ্যমে পাঠানো হয়।
এ শোকবার্তায় জানানো হয় যে, ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন যে, এ ‘দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি। একই সঙ্গে আহতদেরও দ্রুত আরোগ্য কামনা করছি।
শোকবার্তায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ওড়িশা ট্রেন দুর্ঘটনায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিহত বেড়ে প্রায় ৩০০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৯ শতাধিক মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চলমান শতকে এটিকে ভারতের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।
এ দুর্ঘটনা কবলিত ট্রেনটিতে করে প্রচুর বাংলাদেশি ভেলোরে যান চিকিৎসা করাতে। কলকাতা হয়ে যারা চেন্নাইতে চিকিৎসা করাতে যান, তাদের অন্যতম বাহন এ ট্রেনটি।
তাই সাধারণ মানুষের পাশাপাশি বহু রোগীরও আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এর পাশাপাশি পড়াশোনার উদ্দেশ্যেও কলকাতা হয়ে চেন্নাইতে যান অনেক বাংলাদেশি শিক্ষার্থী।
এ দুর্ঘটনার পরপরই ভারতের রেল কর্তৃপক্ষ এবং ওড়িশার রাজ্য সরকারের সাথে যোগাযোগ রাখছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন।
এ দুর্ঘটনা কবলিত বাংলাদেশিদের তথ্য জানানোর জন্য একটি হটলাইন চালু করে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়ে বিবৃতিও দিয়েছে তারা।