শ্রীমঙ্গল প্রতিনিধি::
আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম কমেছে
কিছু অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার লোভে জিনিসের দাম বাড়িয়ে দেয় বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।
আজ শনিবার (৩রা জুন) বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ টি-রিসোর্ট মিউজিয়াম হলরুমে এ সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রী এ সবকথা বলেন।
তিনি আরও বলেন যে, এমনিতেই জিনিসপত্রের দাম বেড়েছে, মানুষের উপর প্রভাব পড়েছে। তার উপর কিছু ব্যবসায়ী অধিক মুনাফার অর্জনের চেষ্টা করছে। ভোক্তা অধিকার দিয়ে বিষয়টি নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছি।
মন্ত্রী বলেন যে, করোনা পরিস্থিতির পর ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে আমাদের টাকার মান কমে গেছে। দাম বাড়লেও আমরা প্রায় ১ কোটি মানুষকে সুলভমূল্যে জিনিসপত্র দিচ্ছি। এ ১ কোটি মানুষ পরিবার নিয়ে ৫ কোটি মানুষ সেই সুবিধা পাচ্ছেন।