1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
লন্ডনে প্রধানমন্ত্রীর সফর নিয়ে প্রতিবাদ মুখর বিরোধী জোট - আলোরদেশ২৪

লন্ডনে প্রধানমন্ত্রীর সফর নিয়ে প্রতিবাদ মুখর বিরোধী জোট

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ২৪৬ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক নিউজ ::

উগ্রবাদ ও সাইবার অপরাধ দমনে শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষ কর্মশালা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ দিনের সফরে জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য রয়েছেন।

তিনি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ৪ দিনের আমন্ত্রণে টোকিও যান। সফরে দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত করা হয়।

জাপানের প্রধানমন্ত্রীর বাসভবনে নৈশভোজের মাধ্যমে বৈঠকটি শেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ মে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে ৫০ বছরের অংশীদারিত্বের অনুষ্ঠানে যোগ দিতে টোকিও থেকে যুক্তরাষ্ট্রে পৌছেছেন। সেখান থেকে ৪ মে প্রধানমন্ত্রী যুক্তরাজ্য এবং অন্যান্য

কমনওয়েলথভুক্ত দেশের রাজা ও রানী হিসেবে তৃতীয় চার্লস এবং তার স্ত্রী ক্যামিলার রাজ্যাভিষেকের জন্য লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ত্যাগ করবেন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্যে সফরকে কেন্দ্র করে বিএনপি সহ বিরোধী জোটগুলোর প্রতিবাদমুখর হয়ে উঠেছে।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি সিলেট জেলার বাসিন্দা এম এ মালিক ও সাধারণ সম্পাদক সুনামগঞ্জ জেলার বাসিন্দা কয়ছর এম আহমদ শেখ হাসিনার সফর প্রতিহত করতে বিভিন্ন কর্মসূচী ঘোষণা করে বলেন যে, যেখানে শেখ হাসিনা যাবেন সেখানে বিএনপি প্রতিবাদ করবে।

এছাড়াও যুক্তরাজ্যে একটি মানবাধিকার সংগঠন ‘নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভাপতি মুসলিম খান, লুটন শাখার সেক্রেটারী মীর্জা এনামুল হক, কাওছার আহমদ চৌধুরীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক সহ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শেখ হাসিনার আগমণ প্রতিহত করতে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক পোষ্টের মাধ্যমে লন্ডনের বাংলাদেশী কমিউনিটিতে উত্তেজনা সৃষ্টি করছে। 

এদিকে বিরোধী জোটের এই সব প্রতিবাদের জবাব দেওয়ার জন্য যুক্তরাজ্য আওয়ামীলীগ সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থানীয় নেতৃবৃন্দ।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ চৌধুরী বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশী কমিউনিটি নাগরিক সংবর্ধনা দিবে।

বাংলাদেশ আজ উন্নয়নের রোড মডেল হিসেবে তৈরি হয়েছে। বিএনপি সহ বিরোধী জোট আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করার ষড়যন্ত্র করছে।

বিদেশে বসে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের তালিকা তৈরি করে আইনের আওতায় এনে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed