আগামী সাত দিনের মধ্যে বন্ধ করতে হবে অবৈধ ইট ভাটা : হাইকোর্ট
অনলাইন ডেস্ক নিউজ ::
সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ কালীগঞ্জ বাজারের জনবসতি এলাকার পার্শ্বে অবস্থিত দুটি ইটভাটা অপসারণের দাবীতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বুধবার (২৬শে এপ্রিল) রাতে বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানের কাছে লিখিত অভিযোগটি দায়ের করেছেন এলাকাবাসী।
লিখিত অভিযোগে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গের স্বাক্ষর রয়েছে।
লিখিত অভিযোগে এলাকাবাসী উল্লেখ করেছেন, কালীগঞ্জ বাজারের জনবসতি স্থানে অবস্থিত ইটভাটা দুটি মারাতœকভাবে পরিবেশ দুষণ করছে।
‘ইটভাটা’ বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের গ্রেজেটের নতুন সংশোধনী (১৮ই নভেম্বর ২০১৮ইং) অনুযায়ী বিশেষ কোন স্থাপনা, রেওয়েল, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল/ক্লিনিক, গবেষণাগার বা অনুরুপ স্থান বা প্রতিষ্ঠান হইতে কমপক্ষে এক কিলোমিটার দূরত্বে হইতে হবে।
অথচ বিশ্বনাথ পৌরসভার ৪নং ওয়ার্ডের কালীগঞ্জ বাজারের বাসিয়া নদীর তীরে (বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের পার্শ্বে) অবস্থিত ‘বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হকের মালিকানাধীন আল-ফালাহ ব্রিকফিল্ড ও মরহুম ইশ্বার্দ আলীর মালিকানাধীন আল-আমীন ব্রিকফিল্ড’ দুটির মধ্যখানের প্রায় ৩শত মিটারের জায়গায় রয়েছে আল-ইরশাদ লতিফিয়া মাদ্রাসা, জনকল্যাণ উচ্চ বিদ্যালয়, জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২টি হাফিজিয়া মাদ্রাসা, ১টি মহিলা মাদ্রাসা, ৬/৭টি মসজিদ, শ্রীশ্রী কালী মন্দির, একাধিক গণবসতি বা জনবহুল গ্রাম (দতা, একাতিরা, ধোপাকলা, রামকৃষ্ণপুর, গোবিনপুর, গন্দারকাপন, মৌজপুর, আলাপুর)।
অবিরত চলা ওই ইটভাটা দুটির দূষণের কারণে শিশু-বৃদ্ধসহ এলাকার প্রায় ৭৫% মানুষ শ্বাসকষ্ট-হৃদরোগ-চর্মরোগসহ নানান রোগে আক্রান্ত হচ্ছেন। কমে গেলে ফসলাদির উৎপাদন।
অবৈধভাবে বাসিয়া নদী থেকে রাতের আধাঁরে মাটি উত্তোলন ইটভাটার কাজে লাগানোর ফলে সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব থেকে এবং ভাঙ্গন ধরে রাস্তাঘাট, ফসলীজমিসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
এছাড়া ইট বানানোর জন্য ইটভাটার মালিকরা এলাকার বিভিন্ন কৃষি জমির উপরিভাগের (টপ সয়েল) মাটি ক্রয় করার ফলে দিন দিন কমে যাচ্ছে ধানসহ ফসলের উৎপাদন। আর কৃষি জমির মাটি পরিবহনে ভাঙ্গন ধরে প্রধান প্রধান সড়কের। মাটি বহনের সময় সড়কের মধ্যে পড়ে যাওয়া মাটির বৃষ্টির দিনে অনেক দূর্ঘটনার জন্ম দেয়।
এলাকাবাসীকে নানান প্রকার রোগ থেকে মুক্তি, কৃষি জমি রক্ষা করে ফসল উৎপাদন বৃদ্ধি করতে, সড়ক ও নদী ভাঙ্গন রোধ করে সড়ক দূর্ঘটনা কমাতে এবং সর্বপুরী পরিবেশ রক্ষা করার লক্ষে পৌর এলাকার কালীগঞ্জ বাজারের পাশ থেকে ইটভাটা দুটি অপসারণের জন্য দ্রæত ব্যবস্থা গ্রহনের জন্য বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানসহ সরকারের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।