অনলাইন ডেস্ক নিউজ ::
কমলগঞ্জে আন্তঃ বিভাগীয় ডাকাত সর্দার কালা বাবুল গ্রেপ্তার
এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নতুন পোষাক ও ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়।
আজ (১৪ই এপ্রিল) শুক্রবার দুই টাকায় স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে এসব বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন ও দুই টাকায় স্কুলের প্রতিষ্ঠাতা শিশুবন্ধু মুহাম্মদ আলী।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সমাজে নিন্ম মধ্যবিত্ত পরিবারগুলো অনেক কষ্টে দিন যাপন করছে। এমতাবস্থায় যদি সমাজের বিত্তবান ব্যক্তিরা অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসে তাহলে তাদের এই কষ্ট অনেকাংশে কমে আসবে। আর তাই সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসী সহ সকল বিত্তশালীদের প্রতি উদাত্ত্ব আহবান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাস, পরিচালক সামসুন নাহার সামু, চট্টগ্রাম মহানগর কমিটির সমন্বয়ক মোঃ ফয়জুল আলম প্রিন্স, বন্দর থানা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ ওমর ফারুক নয়ন, মোঃ মোকছেদুল হক, রুপা চক্রবর্তী, সুক্লা চক্রবর্তী, জান্নাতুল নাঈম নিশি, মোঃ শাহ আলম, মোঃ মিজান প্রমূখ।
এসময় দুই টাকায় স্কুলের ছাত্রছাত্রী সহ এলাকার হতদরিদ্র শিশুদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়।