অনলাইন ডেস্ক নিউজ ::
কমলগঞ্জে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
নড়াইল জেলার নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নে পশ্চিম ডুমরিয়া গ্রামের বাবর শেখের বাড়িতে এ ঘটনা টি ঘটেছে।
স্থানীয় ও ভুক্তভোগী জাতীয় দৈনিক মাতৃভূমি খবর পত্রিকার বিভাগীয় ক্রাইম রিপোর্টার মোঃ তরিকুল ইসলাম বলেন যে,
গতকাল ৮ই মার্চ রাত আনুমানিক নয় ঘটিকায় আমাকে পশ্চিম ডুমরিয়া গ্রামের সমির নামের একটা লোক মোবাইল দিয়ে ফোন করে বলে,নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নের পশ্চিম ডুমরিয়া গ্রামের বাবর শেখের বাড়িতে যোগানিয়া গ্রামের ছবুর তালুকদারের ছেলে জসিম কে অপকর্মের দায়ে আটকিয়ে মারতেছে,আমি সাথে সাথে নড়াগাতী থানার ঐ ভিট অফিসার এ এস আই জাহাঙ্গীর ভাই কে খবরটা দিয়ে ১৫ মিনিট পরে ঘটনা ইস্থলে যাই, বাবর শেখের বাড়ির গেঠে দড়িয়ে দেখি অনেক লোক তার বাড়িতে বাসা এমতো অবস্থায় ভিতর থেকে ঐ গ্রামের ,মেহেদী শেখ (২০) পিতা- অগ্যত, আসাদ শেখ(২২), আকাশ শেখ (২১), ইমন বিশ্বাস (১৯) সহ ১৫/২০ জন লোক এসেই বলে সাংবাদিকের গুস্টি চুদি বলেই হত্যার উদ্দেশ্যে লোহার রড,বাঁশের লাঠি, হাতুড়ি কচার গাছের ডাল দিয়ে এলোপাতাড়ি মারপিট ও কিলগুশি শুরু করে।
এ সময় আমার কাছে তাকা ৪৫ হাজার টাকা দামের একটি ক্যামেরা ছিনিয়ে নেয় ও পকেটে থাকা ১৭,০০০ হাজার টাকা নিয়েনেয় ঐ সন্ত্রাসী বাহিনীর লোকেরা। এর ১৫ মিনিট পরে ঘটনা স্থলের পাসে ছগিরের বাড়ি থেকে আমাকে অঙ্গান অবস্থায় উদ্ধার করে পুলিশ।