অনলাইন ডেস্ক নিউজ ::
রাষ্ট্রপতির সাথে শিল্পপতি জিল্লুর রহমানের সৌজন্য সাক্ষাৎ
রংপুর মহানগরীর কোতয়ালী থানার পীরজাবাদ এলাকার মোঃ মুকুল হোসেন এর ছেলে মোঃ মুরাদ হোসেন (২০) এর বিরুদ্ধে ধর্ষণ এর অভিযোগে রংপুর মহানগরীর কোতয়ালি থানায় গত (৩০শে জানুয়ারি )
একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।
গত (২৬শে জানুয়ারি) তারিখ সকালে বাদিনী এবং তার স্বামী কর্ম্স্থলে গেলে সকাল অনুমান ১১ টার সময় বাদিনীর নাবালিকা মেয়ে বাড়ির গেট খোলা রেখে নিজ কক্ষে পড়াশুনা করাকালীন সময় আসামী মোঃ মুরাদ হোসেন সুযোগ বুঝে ঘরে প্রবেশ করে। বাদিনীর মেয়ে তাকে দেখিয়া চিৎকার করিলে আসামী তার মুখ চেপে ধরিয়া জোরপূর্ব্ক ধর্ষণ করে। বাদিনীর মেয়ের চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে ধর্ষণরত অবস্থায় আসামীকে ধরে ফেলে। পরবর্তীতে আসামী পক্ষের কয়েকজন অজ্ঞাতনামা যুবক এসে আসামীকে ছাড়িয়ে নিয়ে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে একটি ধর্ষণ মামলা দায়ের হয়।
উক্ত পলাতক আসামী মোঃ মুরাত হোসেন (২০)’কে গ্রেফতারের জন্য মামলার তদন্তকারী অফিসার র্যাব-১৩, রংপুর বরাবর একটি অধিযাচন পত্র দায়ের করে। অধিযাচন পত্রের ভিত্তিতে তথ্য উপাত্ত গুলো বিবেচনায় এনে র্যাব-১৩ তাৎক্ষণিক ছায়া তদন্ত শুরু করে এবং জড়িত ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
পরবর্তীতে সিপিএসসি, র্যাব-১৩, রংপুর এবং সিপিসি-২, র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ২১/০২/২০২৩ তারিখ চট্টগ্রাম জেলার লোহাগড়া থানাধীন আমিরাবাদ নতুন বাজার দোহাজারী এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার পলাতক মূল আসামী মোঃ মুরাদ হোসেন (২০), পিতা-মোঃ মুকুল হোসেন, সাং-পীরজাবাদ, থানা-কোতয়ালী,আরপিএমপি,রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ঘটনার কথা অকপটে স্বীকার করে এবং বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামী মর্মে জানায় । সে আরো জানায় যে, মেয়েটিকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিলে রাজি না হওয়ায় সুযোগ বুঝে বাড়ী ফাঁকা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রংপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।