শ্রীমঙ্গলে শহীদ এমপি শিক্ষার্থীর মাঝে ৮লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান
শ্রীমঙ্গল প্রতিনিধি::
মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে শতাধিক গরীব মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ (১৩ই জানুয়ারি) শুক্রবার দুপুরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক সফল চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ড. মো: আব্দুস শহীদ এমপি অনুমতি হিসাব শাখার সভাপতি।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়।
এছাড়াও আর উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি কাওছার ইকবাল, দীপংকর ভট্টাচার্য লিটন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল, সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদসহ প্রেসক্লাবের অন্য নেতারাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা প্রমুখ।