1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
এমন ছাত্রলীগ আমরা চাইনা বললেন : ওবায়দুল কাদের - আলোরদেশ২৪

এমন ছাত্রলীগ আমরা চাইনা বললেন : ওবায়দুল কাদের

  • প্রকাশিত : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৩৫৯ বার দেখা হয়েছে




অনলাইন ডেস্ক নিউজ::
লালমনিরহাটে ছাত্রলীগ ও বিএনপির সংঘর্ষ
ছাত্রলীগের ওপর ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জননেতা জনাব, ওবায়দুল কাদের বলেছেন, এটা কি ছাত্রলীগ এদের কোনো শৃঙ্খলা নাই। জয় ও লেখক এটা কি ছাত্রলীগ পোস্টার নামাতে বললাম, তারা নামায় না। এরা কারা, আমি খোঁজ নিচ্ছি। এত নেতা স্টেজে, তাহলে কর্মী কোথায় এমন ছাত্রলীগ আমরা চাই না।

ভারতে বাংলাদেশি নায়িকাদের জনপ্রিয়তা বেশি
আজ (২রা ডিসেম্বর) শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন।

তবে এ সম্মেলনে বক্তৃতার শুরুতে ওবায়দুল কাদের ছাত্রলীগের কর্মীদের বিশৃঙ্খলায় ক্ষোভ প্রকাশ করেন এবং তাদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন যে, যাদের নামে স্লোগান দেওয়া হচ্ছে, পোস্টার দেখানো হচ্ছে, তারা বাদ যাবে, নেত্রীকে বলে দেব।

বক্তার তালিকায় তাদের অনেকের নাম
থাকলেও সময়ের অভাবে তারা বক্তব্য দিতে পারেননি। এ জন্য ওবায়দুল কাদের ছাত্রলীগের ওপর ক্ষোভ প্রকাশ করেন।

তিনি আরোও বলেন যে, শেখ হাসিনার ছাত্রলীগ এটি না। মুজিব কোট পরলেই নেতা হওয়া যায় না। আগে শেখ মুজিবের আদর্শের কর্মী হতে হবে। তবে আওয়ামী লীগের নেতারা বক্তব্য দিতে পারলেন না। তাহলে তাদের দাওয়াত দিলেন কেন। মাইক পেলে কেউ ছাড়ে না। লেখকের না হয় মনে নেই, জয়েরও কি মনে ছিল না?

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে সম্মেলনে আরোও উপস্থিত আছেন আওয়ামী লীগের

সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি জনাব,শেখ বজলুর রহমান প্রমুখ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed