অনলাইন ডেস্ক নিউজ ::
আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি নেই জিএম কাদের
জাতীয় পার্টি চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরের (জি এম কাদের) দায়িত্ব পালনে নিম্ন আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞায় হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে দলটির বহিষ্কৃত নেতা ও সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধার আবেদনে বুধবার এ আদেশ দেন চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম।
তবে আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। জিএম কাদেরের পক্ষে ছিলেন আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম।
আইনজীবী সাঈদ আহমেদ রাজা গণমাধ্যমকে বলেন যে, জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে নিম্ন আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞায় যে স্থগিতাদেশ দিয়েছিলেন হাইকোর্ট, তা আগামী সোমবার পর্যন্ত স্থগিত করে জিয়াউল হক মৃধার আবেদনটি ওইদিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য রেখেছেন চেম্বার আদালত। এর ফলে দলটির চেয়ারম্যান হিসেবে জিএম কাদের আপাতত দায়িত্ব পালন করতে পারছেন না।
তবে গত ৪ঠা অক্টোবর জাপা থেকে বহিষ্কৃত নেতা দলটির সাবেক এমপি জিয়াউল হক মৃধা নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন। তার আবেদনে গত ৩০শে অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জিএম কাদেরের দলীয় সিদ্ধান্ত ও দায়িত্ব পালনে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। পরে এই আদেশ প্রত্যাহার করতে জি এম কাদের আবেদন ওই আদালতেই আবেদন করেন। কিন্তু গত ১৬ই নভেম্বর সে আবেদনটি খারিজ করা হয়। এই খারিজ আদেশের জেলা জজ আদালতে আপিল করেন জিএম কাদের। জেলা জজ জিএম কাদেরের আবেদনটি ৯ জানুয়ারি শুনানির তারিখ দেন।
কিন্তু দলীয় (জাতীয় পার্টির) ক্ষতির কথা তুলে ধরে গত ২৪শে নভেম্বর শুনানির আরজি জানালে জেলা জজ আবেদনটি খারিজ করে দেন। এই খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করলে সেটির শুনানি নিয়ে গত মঙ্গলবার হাইকোর্ট নিষেধাজ্ঞা আগামী ৩রা জানুয়ারি পর্যন্ত স্থগিত করে রুল দেন। জিয়াউল হক মৃধা হাইকোর্টের এ আদেশটি স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন।