মৌলভীবাজার প্রতিনিধি:
প্রতি বছর ১৮ থেকে ২৪ নভেম্বর সপ্তাহব্যাপী এন্টিবায়োটিক ব্যবহারে সচেতন হই সকলে মিলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে পালিত হয়েছে।
মঙ্গলবার (২২শে নভেম্বর) দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে একটি র্যালি বের হয়ে হাসপাতাল কার্যালয়ের কনফারেন্স হলরুমে এসে আন্টিমাইক্রোবিয়াল ঔষধগুলো সহনীয় মাত্রায় আনার জন্য চিকিৎসক, ফার্মেসি মালিকা ও জনসাধারনের মধ্যে সচেতনতা তৈরিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল আলম ভূঁইয়া, ডাঃ কামরুল ইসলাম, রিপন চন্দ্র সেন, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ কামরুল, সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা জনি খান,মাধ্যমিক কর্মকর্তা সামছুন্নাহার পারভিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, স্যানিটারী ইন্সপেক্টার দুলাল মিয়া, ইপিআই কর্মকর্তা আশরাফুল আলম প্রমুখ।
এছাড়াও উপস্হিত ছিলেন র্যালী ও আলোচনা সভায়,সাংবাদিক, স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা।