কমলগঞ্জ প্রতিনিধি::
কমলগঞ্জে আঃ যুবলীগের শোভা যাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত
‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে ও ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১০ই নভেম্বর)সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক চীপ হুইপ অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। উপজেলা স্কাউট সম্পাদক মো: মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, পৌর মেয়র জুয়েল আহমেদ,সহকারী কমিশনার(ভূমি)সুমাইয়া আক্তার, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসলম ইকবাল মিলন,সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক,কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল,সোলেমান হোসেন,আসিদ আলী ও (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) সোলেমান হোসেন ভোটু প্রমূখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ সকল অতিথিরা মেলায় অংশ গ্রহনকারি বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের আধুনিক প্রযুক্তিগত উদ্ভাবন ও ডিজিটাল সেবা সমুহ প্রদর্শন করা হয়।
পরে বিকাল ৩টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।