অনলাইন ডেস্ক নিউজ ::
সিলেটে বার বার ভূমিকম্প হলো
আন্দামান সাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপ থেকে এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ রাতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর
এটি যদি ঘূর্ণিঝড়ে রূপনিলে তার নাম হবে সিত্রাং। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো: এনামুর রহমান এ বিষয়ে বলেছেন যে, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এটা মোটামুটি নিশ্চিত বলা যায়। এটি সুপার সাইক্লোন হবে।
তিনি আরও বলেন যে, সোমবার (২৪শে অক্টোবর) দিবাগত রাতের পর থেকে মঙ্গলবার (২৫শে অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশের উপকূলে আঘাত আনার সম্ভবনা আছে।
আজ রবিবার (২৩শে অক্টোবর) সচিবালয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির বাস্তবায়ন বোর্ডের জরুরি সভার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলোন।
এদিকে সমুদ্রবন্দর-গুলোকে ১নং দূরবর্তী সতর্কসংকেত নামিয়ে ৩নং স্থানীয় সতর্ক-সংকেত দেখাতে বলা হয়েছে। একই সাথে উপকূলীয় এলাকায় ভারি বৃষ্টি ও জলোচ্ছ্বাসের আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।