বন্যার পরিস্থিতি ভারতে ভয়াবহ অবনতি নিহত১৬
অনলাইন ডেস্ক নিউজ::
ভারতীয় নৌবাহিনীর মিগ-২৯কে একটি যুদ্ধবিমান আজ (১২ অক্টোবর) বুধবার দেশটির গোয়া উপকূলে বিধ্বস্ত হয়েছে।
নিয়মিত যাত্রার সময় কারিগরি ত্রুটির কারণে এ দুর্ঘটনাটি ঘটে। তবে পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন এবং দ্রুত অনুসন্ধান ও উদ্ধার অভিযানে তাকে উদ্ধার করা হয়েছে।
তবে ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য একটি তদন্ত বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। মিগ ২৯কে বিমানটি ঘাঁটিতে ফেরার সময় বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।
তবে মিগ-২৯কে বিমানটি রাশিয়ায় নির্মিত। জরুরি অবস্থায় এ বিমানে থাকা বিশেষ হ্যান্ডেলগুলো টেনে পেছনে থাকা পাইলট আগে বেরিয়ে আসতে পারেন এবং তারপর সামনের পাইলট বেরিয়ে আসেন।
তবে ২০১৯ইং সাল থেকে ভারতে মিগ-২৯কে বিমানের এটি চতুর্থ দুর্ঘটনা। এর আগে গত ২০২০ইং সালের নভেম্বরে একটি মিগ-২৯কে বিমান বিধ্বস্ত হয়ে একজন পাইলট মারা গিয়েছিলেন এবং অন্যজনকে ঘটনার পরপরই উদ্ধার করা হয়েছিল। দুর্ঘটনার পর মারা যাওয়া পাইলটের মৃতদেহ উদ্ধার করতে ১১ দিন সময় লেগেছিল
এ বছরের ফেব্রুয়ারিতে পাখির আঘাতে আরেকটি মিগ-২৯কে বিমান বিধ্বস্ত হয়। সে ঘটনায় দুজন পাইলটই বেঁচে গিয়েছিলেন।
এ ছাড়াও ২০১৯ইং সালের নভেম্বরে একটি মিগ-২৯কে প্রশিক্ষণ বিমান গোয়ার বাইরে একটি গ্রামে বিধ্বস্ত হলে দুজন পাইলটই নিরাপদে বেরিয় আসেন।