ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ব্যবস্হা না নিলে গণ পদত্যাগ
অনলাইন ডেস্ক নিউজ::
জাতীয়তাবাদি দল বিএনপির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী জনাব, ওবায়দুল কাদের এমপি বলেছেন, দলীয় কর্মসূচি পালনে ফের লাঠি নিয়ে এলে আপনাদের খবর আছে। জাতীয় পতাকার সঙ্গে লাঠি, এটা মেনে নেব না। বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করা হলে এটা আমরা মেনে নেব না।
আজ ২৯শে সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ‘নবজাতকদের জন্য বঙ্গবন্ধুকন্যার শুভেচ্ছা স্মারক প্রদান’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
জনাব, কাদের বলেন, বিএনপির আন্দোলনের হুমকির বিষয়ে দেখতে দেখতে ১৩ বছর হয়ে গেলেও তাদের আন্দোলনের আর খবর নাই। রোজার ঈদ, কোরবানির ঈদ, পরীক্ষার পর, বর্ষার পর৷ এই পর পর ১৩ বছরে কতবার যে আন্দোলনের ডাক দেখতে দেখতে ১৩ বছর, আন্দোলন হবে কোন বছরে দেখতে দেখতে ১৩ বছর, মানুষ বাঁচে কয় বছর।
তাদের আন্দোলনের হাক ডাকে আওয়ামী লীগ ভীত নয় উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন যে, বিএনপির আন্দোলনের এ হাকডাকে আওয়ামী লীগ ভীত এমন চিন্তা কী করেন আপনারা মাঠে আসেন।
তিনি আরও বলেন যে, আওয়ামী লীগ সতর্ক অবস্থায় আছে, সক্রিয় আছে। সতর্ক অবস্থায়, সংযমী হয়ে আমরা থাকব। রাজপথে আমরা ছিলাম, আছি, রাজপথে আন্দোলন করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। এ আন্দোলনের ভয় আওয়ামী লীগকে দেখাবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি।