খেলার ট্রফি ভাঙ্গায় ইউএনও মেহরুবা ইসলাম বদলি
কমলগঞ্জ প্রতিবিধি::
কমলগঞ্জে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের চাকুরীর নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানসহ সুনির্দিষ্ট নীতিমালার দাবীতে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন(ফারিয়া) মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (২৭শে সেপ্টেম্বর) সকালে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে কমলগঞ্জ উপজেলা ফরিয়ার উদ্যোগে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ বক্তব্য রাখেন, ফারিয়ার কেন্দ্রিয় কমিটির উপদেষ্টা আজিজুর রহমান, উপজেলা ফারিয়ার সভাপতি জালাল মিয়া ,সাধারণ সম্পাদক জুনায়দ হোসাইন, কাকন,রহিম,পিন্টু, রতন,রফিক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন বর্তমান বাজার ব্যবস্হার সাথে তাল মিলিয়ে বেতন ভাতা বৃদ্ধি না করলে পরিবার-পরিজন নিয়ে চলারমত ক্ষমতা নাই।
এ ব্যাপারে আমরা মননীয় প্রধামন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। আমাদের বিষয়টি যেনো তিনি গুরুত্ব সহকারে দেখেন।