কমলগঞ্জে নববধূর দিন কাটছে বারান্দা ও উঠানে
অনলাইন ডেস্ক নিউজ ::
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ইউক্রেন ও রাশিয়া যুদ্ধ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও পাল্টানিষেধাজ্ঞার ফলে সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত এবং জ্বালানি, খাদ্যসহ নানা ভোগ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি পেয়েছে। এ কারণে আমাদের মতো দেশের অর্থনীতি মারাত্মক চাপের মুখে পড়েছে। মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে।
এ অবস্থা থেকে কাটিয়ে ওঠার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি।
গত রাতে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৭৭তম সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে তিনি এ সব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন যে, ২০২৬ইং সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হতে যাচ্ছে। আমরা ২০৪১ইং সালের মধ্যে বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক উন্নত দেশে রূপান্তরিত করার জন্য এবং ২১০০ সালের মধ্যে সমৃদ্ধ ও জলবায়ু সহিষ্ণু একটি বদ্বীপে উন্নীত করার লক্ষ্যে কাজ করতেছি।
প্রধানমন্ত্রী আরও বলেন যে, বাংলাদেশসহ বিশ্বের ১৬টি দেশ এখন স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নীত হওয়ার পথে। তবে ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট আমাদের টেকসই উত্তরণের পথেকে গুরুতর প্রতিকূলতা সৃষ্টি করেছে। আমাদের উন্নয়নের
অংশীধারদের কাছে বর্ধিত এবং কার্যকর সহযোগিতার আহ্বান জানাই। এ বিষয়ে দোহা কর্মসূচিকে স্বাগত জানাই আমরা।