আগামী মাসের মধ্যেই ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন
অনলাইন ডেস্ক নিউজ::
দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বর্তমান প্রজন্মের কাছে অত্যান্ত জনপ্রিয় একজন লেখক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব। দেশের বিভিন্ন ইস্যুতে তিনি তার নিজের মতামত তুলে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার অনুসারীর সংখ্যাও অনেক বেশি।
গত বৃহস্পতিবার (৮ই সেপ্টেম্বর) নিজের ফেরিফায়েড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে সাম্প্রতিক সময়ে যারা ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের পূর্বপুরুষদের লুটপাটের সমালোচনা করছে তাদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন।
ড. আসিফ নজরুল লিখেছেন, ফেসবুকে দেখলাম কিছু মানুষ রানী দ্বিতীয় এলিজাবেথের পূর্বপুরুষদের লুটপাটের সমালোচনা করছে। ভাই, আগে নিজের দেশের লুটপাটকারীদের সমালোচনা করেন, পরে অন্য দেশেরটা। আগে এখনকার লুটপাটের বিরুদ্ধে কথা বলেন, পর না হয় শত বছর আগের প্রশ্নগুলো তোলা হবে।
এ প্রসঙ্গে, ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় ধরে যিনি আসীন ও বিশ্বের প্রবীনতম রানি দ্বিতীয় এলিজাবেথ মৃত্যু কালে তার বয়স ছিল ৯৬ বছর।
গত বৃহস্পতিবার (৮ই সেপ্টেম্বর) রাতে বাকিংহাম প্যালেসের মৃত্যু বরণ করেন। তার মৃত্যুর পর কিছু মানুষ রানীর পূর্বপুরুষদের লুটপাটের সমালোচনা করেন তার পরিপ্রেক্ষিতে এমন স্ট্যাটাস দেন তিনি।