মণিপুরি থিয়েটারে মঙ্গল শুভযাত্রা
নির্মল এস পলাশ বিশেষ প্রতিনিধি ::
মণিপুরী আয়োজনে থিয়েটারের সেলিম আল দীনের জন্মদিনের স্মরণে বিশেষ নাট্য প্রদর্শনী।
আজ ১৮ই আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় ঘোড়ামারা মণিপুরী থিয়েটারের নট মণ্ডপে
মণিপুরী থিয়েটারের সারাজাগানো নাটক “কহে বীরাঙ্গনা” প্রদর্শীত হবে। আজকের নাট্য প্রদর্শনী উপভোগ করবেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সিফাত উদ্দিন ।
মাইকেল মধুসুদন দত্তের কাব্যকে শুভাশিস সিনহার সম্পাদনা ও নির্দেশনায় নাটকে প্রদান চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী জ্যোতি সিনহা। চার বীরাঙ্গনার কথা চার রসে, চার স্বরে, চার ভঙ্গিতে আর চার আবহে উপস্থাপন করবেন একক অভিনেত্রী এ প্রজন্মের অন্যতম শক্তিমান মঞ্চ অভিনেত্রী জ্যোতি সিনহা।
মণিপুরী নাচের মুদ্রার সাথে,নাটকের আবহ সংগীতের ভিন্নতর ব্যবহার মায়াঘেরা গ্রামীণ শান্ত নিবিড় পরিবেশে নাটকের এক ভিন্নতর পরিবেশনায় মনের ভালোলাগায় ছুয়ে থাকবে।
মণিপুরী থিয়েটারের সভাপতি নাট্য নির্দেশক শুভাশিস সিনহা বলেন দর্শকদের ভালোলাগাই আমাদের নাট্য প্রদর্শন ও আয়োজনে সার্থকতায় প্রেরণা যোগায়। সেলিম আল দীনের জন্মদিনের স্মরণে আজকের “কহে বীরাঙ্গনা” নাট্য প্রদর্শনী উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।