কমলগঞ্জে খ্রিস্টান মিশনারী স্কুল শিক্ষকের লাশ পুকুর থেকে উদ্ধার
কমলগঞ্জ প্রতিনিধি::
বাংলাদেশ রেলওয়ের যে অব্যবস্থাপনা শুরু হয়েছে। তার প্রতিবাদে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির ছয় দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে
মৌলভীবাজারের কমলগঞ্জে ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
আজ (২৪শে জুলাই) সোমবার বেলা ১১:৩০ মিনিটের সময় উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
অবস্থান কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ঘন্টাব্যাপী চলা এ অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন সাংবাদিক সুব্রত দেবরায় সঞ্জয়, সাজিদুর রহমান সাজু, মোঃ শাহীন আহমেদ, নির্মল এস পলাশ, সমাজসেবক আসিফ নিয়াজ রনি, নজরুল ইসলাম, নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম, হৃদয়ে কমলগঞ্জের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী প্রমুখ।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা বলেন যে, ছয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত মহিউদ্দিন রনির সকল দাবির প্রতি আমাদের সমর্থন থাকবে।