কমলগঞ্জ প্রতিনিধি।।
কমলগঞ্জে রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২২শে জুন) সকাল সাড়ে ১১ টায় উপজেলা বিআরডিবি হলরুমে সুইজারল্যান্ড এর অর্থায়নে হেলভেটাস এর সহযোগিতায় ও রূপান্তরের বাস্তবায়নে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম। বেসরকারি উন্নয়ন সংস্থা প্রিপ ট্রাস্টের মৌলভীবাজার জেলা প্রকল্প সমন্বয়কারী মর্জিনা আক্তারের সঞ্চালনায়,সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর সভার মেয়র উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল আহমেদ, এছাড়াও উপস্থিত ছিলেন লেখক গবেষক আহমেদ সিরাজ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রফিক মিয়া, উপজেলা যুবদলের নেতা গোলাম রাব্বানী তৈমুর উপস্থিত ছিলেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ নাগরিক নেতা সুশীল সমাজ প্রতিনিধি সাংবাদিক ও বিভিন্ন নারী দলের সদস্য বৃন্দ । সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় অপরাজিতার ট্রেনিং অফিসার পরিমল চন্দ্র দেব,অমিয় বর্মন লিটন ডিসট্রিক্ট প্রজেক্ট অফিসার প্রিপট্রাস্ট অপরাজিতা মৌলভীবাজার।