বাংলাদেশে ভারতীয় স্টার গ্রুপের পাঁচ চ্যানেলকে বন্ধ ঘোষণা
অনলাইন ডেস্ক নিউজ।।
ভারতের আসাম রাজ্যে টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রাজ্যটির অধিকাংশ জেলায় অব্যাহত রয়েছে ভারি বৃষ্টিপাত। স্থানীয় নদ-নদীর পানি বাড়তে থাকায় তা বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
রাজ্যের রাজধানী গুয়াহাটির পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে। শহরের প্রধান প্রধান সড়কগুলো পানির নিচে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান ও মানুষের চলাচল। এতে বিপাকে পড়েছেন জনসাধারণ। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে ছোট ছোট ভেলা ব্যবহার করছেন স্থানীয়রা।
এতে বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। মানুষের ঘরবাড়ি ডুবে যাওয়াতে চরম বিপাকে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বন্যার্তদেরকে সহায়তায় করছে। তবে এরইমধ্যে বেশ কয়েক জনের মৃত্যুর খবর শুনা গেছে।
আরেক রাজ্য মেঘালয়ার অবস্থাও বেশ শোচনীয়। রাজ্যটির প্রায় ২৭ বছরের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। একদিনে ৯৭২ মিলিমিটার আর গত তিনদিনে ২ হাজার ৪৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজ্যে চেরাপুঞ্জিতে গত তিনদিনে এতটাই বৃষ্টিপাত হয়েছে যে, যা মুম্বাইয়ে পুরো বর্ষাকালে এত বৃষ্টি হয়ে।
তবে ভারি বৃষ্টি ও বন্যায় বিভিন্ন জায়গায় ভূমিধসের খবরও শুনা গেছে। মেঘালয়েও মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের।
বিশেষ করে আসাম ও মেঘালয়ার বন্যায় মৃত্যু হয়েছে প্রায় ১৬ জনের এ রাজ্য গুলোর ব্ন্যা পরিস্থিতির ভয়াবহ প্রভাব পড়ছে বাংলাদেশে। দুই রাজ্যের বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বাংলাদেশের দুইজেলা সিলেট ও সুনামগঞ্জ।