কমলগঞ্জে সৈয়দ তালেব আলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক নিউজ।।
কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২ এর উন্মাদনা সাড়া-বিশ্বে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে ফিফা বিশ্বকাপের ট্রফি।
আজ ৮জুন বুধবার সকাল ১১:৩০ মিনিটের সময় এসে বাংলাদেশ এয়ারপোর্টে পৌঁছায় ট্রফি বহনকারী চার্টার্ড ফ্লাইটটি।
ফিফা বিশ্বকাপের ট্রফি এবং এর সঙ্গে আগত বিদেশি অতিথিদের স্বাগত জানানোর লক্ষ্যে ইতোমধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, বাফুফে কর্মকর্তাসহ স্পন্সর কোকাকোলার কোং প্রতিনিধিরা।
ফুটবল ও কাতার বিশ্বকাপের উন্মাদনা সাড়াবিশ্বে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিশ্বের প্রায় ৫১টি দেশে এবারের বিশ্বকাপ ট্রফি ভ্রমণ করবে। এরমধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশও। গত ১২ই মে দুবাই দিয়ে প্রথম যাত্রা শুরু করা বিশ্বকাপ ট্রফি ৩৬ ঘণ্টার জন্য বাংলাদেশের মানুষের কাছাকাছি এসে পৌঁছালো।
তবে এবারের বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আসার পথে চার্টার্ড ফ্লাইটে ফিফার আরও ৭ জন প্রতিনিধি রয়েছেন। যাদের মধ্যে ১৯৯৮ বিশ্বকাপ জয়ী ফরাসি মিডফিল্ডার ক্রিশ্চিয়ান কারেম্বুও আছেন।
বিশ্বকাপ ট্রফিটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বিকেল ৪টায় মহামান্য রাষ্ট্রপতি ভবন ‘বঙ্গভবনে’ এবং সন্ধ্যা ৭টার দিকে মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবন ‘গণভবনে’ নিয়ে যাওয়া হবে।
এরপর বিশ্বকাপ ট্রফিটি আগামীকাল ফুটবল ভক্তদের দেখানোর জন্য রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে নিয়ে যাওয়া হবে। সেখানে সকাল ১০টা থেকে বিকেল ৩:৩০ মিনিট পর্যন্ত বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার জন্য রাখা হবে।
তারপ বিকেল ৪:৩০ মিনিটের সময় ট্রফিটি বনানীর আর্মি স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে। সেখানে বাংলাদেশে বিশ্বকাপ ট্রফির সফর উপলক্ষে একটি কনসার্ট (সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত) হবে। সেখানে কনসার্ট চলাকালিন সময় ফুটবলপ্রেমীদের জন্য ট্রফিটি আবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত প্রদর্শনের ব্যবস্থা করা হবে।