1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কক্সবাজার বেড়াতে আশা তরুণীর মৃত্যুতে আটক দুই বন্ধু    - আলোরদেশ২৪

কক্সবাজার বেড়াতে আশা তরুণীর মৃত্যুতে আটক দুই বন্ধু   

  • প্রকাশিত : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৫২৩ বার দেখা হয়েছে

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীকে ধর্ষণের চেষ্টায় আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক।।

কক্সবাজারে বেড়াতে আশা তরুণীর মৃত্যুর পরে পুলিশে আটক করে তার দুই বন্ধুকে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদপানে ওই তরুণীর মৃত্যু হয়।

৫দিন চিকিৎসাধীন থাকার অবস্থায় আজ ১৮ই মে বুধবার দুপুর দুইটার দিকে কক্সবাজার সদর হাসপাতালে তার মৃত্যু হয়। 

নিহত তরুণীর নাম লাবণী আকতার (১৯)। তিনি ঢাকার যাত্রাবাড়ীতে বসবাসকারী বরগুনার মনির হোসেনের মেয়ে।

তবে এ ঘটনায় তার সঙ্গে বেড়াতে আশা চার বন্ধুর মধ্যে দুইজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- যাত্রাবাড়ী এলাকার রহমান নিলু(২১) ও কামরুল আলম (২০)।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ সেলিম উদ্দিন জানান, চার বন্ধুসহ গত বুধবার (১১ই মে) কক্সবাজার যান লাবনী আক্তার।
এসে কলাতলীর বীচ হলিডে নামের একটি আবাসিক হোটেলে অবস্থান নেন তারা। 

সেখানে (১৪ই মে) শনিবার অসুস্থ হয়ে পড়লে লাবণীকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে সোমবার (১৬ই মে) তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান যে, লাবণীর সঙ্গে আসা চারজনের মধ্যে দুইজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অতিরিক্ত মদ্যপানের কথা স্বীকার করেছেন। 

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আশিকুল ইসলাম জানান যে, লাবণী অসুস্থ হওয়ার পর কোমাতে চলে যাওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। নিহতের শারীরিক লক্ষণ থেকে ধারণা করা হচ্ছে তিনি অতিরিক্ত মদপানে করায় মৃত্যু হয়েছে। 

তবে ইতোমধ্যে নিহত লাবণীর পিতাসহ তাদের অভিভাবকরা কক্সবাজারে অবস্থান করছেন। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশের কর্মকর্তা। পুলিশ সূত্রে জানা যায় যে, আটক দুইজনকে ৫৪ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed