মৌলভীবাজার প্রতিনিধি।।
ভারত থেকে আসা শিশু ও নারী সহ একুশ রোহিঙ্গাকে মৌলভীবাজারে আটক
মৌলভীবাজার শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে নারী, পুরুষ ও শিশুসহ মোট ১৮ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। তারা ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশ প্রবেশ করে।
মৌলভীবাজারের কমলগঞ্জে ডাকাত সর্দার সেলিম গ্রেপ্তার
আজ বৃহস্পতিবার (১২ই মে) সকালের দিকে মৌলভীবাজার শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাফেরা ও কথাবার্তায় সন্দেহ হলে তাদের আটক করা হয় পুলিশ জানায়।
এবিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক জানান যে, রোহিঙ্গাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।
তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য ভারত থেকে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। আটককৃত রোহিঙ্গারা হলেন-
মোঃ সইদুল আমিন (১৯), আয়েশা খাতুন (২৭), তারেক জমিন (১২), আয়াতুল্লাহ (৬), আসমা বেগম (৮), ইনসা বেগম (২), ফাতেমা (৬ মাস), ইয়াসিন আরাফাত (২৬), নুর সাবা (২২), সমির (৫), মোছাঃ সমিরা, মনসুর আহমদ (৩০), বিবি আয়েশা (২৫), আমিনা বেগম (২০), ইয়াসর (৪), মোঃ কয়সর (২), কুলসুমা (১২), ও ইসপা (৯)।