সাবেক অর্থমন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করলে উপাধ্যক্ষ ড.মোঃ আব্দুস শহীদ এমপি
স্টাফ রিপোর্টার।।
আমাদের অর্জন: সম্প্রীতি ও বন্ধুত্বের দেশ গড়তে পারলেই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে, এফ আহমেদ খান রাজিব
২৭ রমজান ২৯শে এপ্রিল ২০২২ জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় তলায় বাংলাদেশ বন্ধু সমাজ আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় বাংলাদেশ বন্ধু সমাজের সভাপতি এফ আহমেদ খান রাজিব বলেন মানুষের মাঝে বন্ধুত্ব সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করাই হচ্ছে বাংলাদেশ বন্ধু সমাজের মূল লক্ষ্য। হিংসা বিদ্বেষ অহংকার পরিত্যাগ করে ভ্রাতৃত্ব বন্ধুত্ব সৌন্দর্যের মিশ্রণের সম্প্রীতি ও বন্ধুত্বের দেশ গড়তে পারলেই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। এজন্য বাংলাদেশ বন্ধু সমাজ বিভিন্ন দিবসের ন্যায় ২৩শে নভেম্বর দিনটি হিংসামুক্ত বিশ্ব সম্প্রীত দিবস এবং বছরের শেষ দিন ৩১শে ডিসেম্বর মহান আল্লাহ পাকের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ দিবস হিসেবে উদযাপন করে আসছি বাংলাদেশের সকলকে পালনের আহ্বান জানাচ্ছি ৩১শে ডিসেম্বর কৃতজ্ঞতা প্রকাশ দিবসে বাংলাদেশের সকল পর্যায়ে হতে ১০০ জন দেশবরেণ্য যারা দেশ ও মানুষের মঙ্গল এবং কল্যাণ নিয়োজিত তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ স্বরূপ সম্মাননা স্মারক দেওয়ার ঘোষণা করা হয় । আসন্ন ঈদুল ফিতর উদযাপন এরপর বাংলাদেশ বন্ধু সমাজের পক্ষ হতে কাঙ্খিত ব্যক্তির কাছে কৃতজ্ঞতা প্রকাশ স্বরূপ সম্মাননা স্মারক পৌঁছে দেওয়ার ঘোষণা করেন আলোচনা শেষে ইফতারের আগ মুহূর্তে দেশবাসী সহ সকল মানুষের কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়। এবং বাংলাদেশ বন্ধু সমাজকে সাংবিধানিক বৈধতা সহ জাতীয়ভাবে স্বীকৃতি প্রদান অথবা জাতীয়করণ
করার জন্য শান্তিকামী দেশবাসীর পক্ষে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ সকল নীতিনির্ধারক মহোদয়কে অনুরোধ জানানো হয়। ৩১শে ডিসেম্বর কৃতজ্ঞতা প্রকাশ দিবস পালন করার আহ্বান জানান বাংলাদেশ বন্ধু সমাজের সভাপতি আহমেদ খান রাজিব, মানবজাতির জন্য কল্যাণে কাজ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন
দৈনিক নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন ড. শরিফ সাকি, মোঃ হাবিবুর রহমান, আবু বক্কর সিদ্দিক, এডভোকেট সুলতান আহমেদ খান, রাজু আহমেদ খান, সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব।