1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে বন্য শুকরের হামলায় চা শ্রমিকের মৃত্যু, আহত ১ - আলোরদেশ২৪

কমলগঞ্জে বন্য শুকরের হামলায় চা শ্রমিকের মৃত্যু, আহত ১

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৫৪৭ বার দেখা হয়েছে

সাংবাদিকের উপর হামলায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের নিন্দা

কমলগঞ্জ প্রতিনিধি।।

মৌলভীবাজারের কমলগঞ্জে বন্য শুকরের কামড়ে চন্দন বাউরী (৪৫) এক চা শ্রমিকর মৃত্যু হয়েছে। তার বাড়ি ফুলবাড়ি চা বাগানের চা বাগানের নতুন লাইন। একই ঘটনায় লাছানা মাদ্রাজী (৬০) আরও এক শ্রমিক আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল সাড় ৯ টায় কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগানের ৩ নং সেকশনে এ ঘটনাটি ঘটে।
ফুলবাড়ি চা বাগানের পঞ্চায়েত সভাপতি মনোরঞ্জন পাল জানান, চা শ্রমিক চন্দন বাউরী প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে ও বাগানের ৩ নম্বর সেকশনে আগাছা পরিস্কারের কাজ করছিলেন। আকস্মিকভাবে বন্যশুকর তাকে ধাওয়া করে এসে কামড়াতে শুরু করে।

এ সময়ে বন্য শুকরে চন্দনের মাথায় ও হাত পায়ে কামড় দেয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় চা শ্রমিকরা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। বেলা ২টার দিক চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এসময় বন্য শুকরের হামলায় লাছানা মাদ্রাজী নামের আরও এক চা শ্রমিক আহত হয়েছেন।

ঘটনার খবর পেয়ে চা বাগান ব্যবস্থাপক ও চা শ্রমিক ইউনিয়নের মনু ধলই ভ্যালীর (অঞ্চলের) সভাপতি ধনা বাউরী ও সাধারণ সম্পাদক নির্মল দাম পাইনকা ফুলবাড়ি চা বাগান গিয়ে নিহত চন্দন বাউরী ও আহত আছানা মাদ্রাজীকে দেখেন। তারা বলেন,বন্য শুকরের আক্রমনেই চা শ্রমিক চন্দনের মৃত্যু হয়েছে।

এ বিষয়টির প্রতি প্রশাসন ও বন্যপ্রানী বিভাগের নজর দেওয়া উচিত বলে তারা মনে করেন।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গলের রেঞ্জ কর্মকর্তা শহিদুল বলেন মৃত্যু ও আহতের খবর শুনে খুব খারাপ লাগছে,আমরা বন বিভাগ থেকে তাদের পরিবারকে সর্বচ্চ সহযাগীতা করার চেষ্টা করবো।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed