কমলগঞ্জে আশ্রায়ণ প্রকল্প-২ অন্যত্র সরানোর দাবি জানিয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী
নির্মল এস পলাশ বিশেষ প্রতিনিধি।।
স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক মেডিকেল কলেজে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় ভর্তি তালিকায় অনিয়মের প্রতিবাদ করেছেন সমতলের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতারা।
আজ সোমবার (২৫শে এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জের তেঁতইগাও রশীদ উদ্দিন উচ্চবিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে অনিয়মের প্রতিবাদ করা হয়।
সংবাদ সম্মেলনে মণিপুরী সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কমলাবাবু সিংহ লিখিত বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে সমতলে বসবাসরত উপজাতি/ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের জন্য মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য ৮টি সিট বরাদ্দ রাখা হয়েছে। ২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে ভর্তির জন্য সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি কোটার (কোড নম্বর ৭৭)স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রকাশিত তালিকায় বহিরাগত প্রার্থীর নাম অন্তর্ভুক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর যে তালিকা প্রকাশ করেছে তার ৪জনই সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বহির্ভূত। সরকারের একটি মহৎ উদ্দেশ্য বাস্তবায়ন স্বাস্থ্য অধিদপ্তরের ভুলের কারণে বাধাগ্রস্ত হচ্ছে। গত চার বছর যাবৎ স্বাস্থ্য অধিদপ্তর এ ধরনের ভুল করার কারণে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তি হতে বঞ্চিত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মনিপুরী ভাষা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ইবুংহাল সিংহ শ্যামল, বাংলাদেশ মণিপুরী মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বামডো) সভাপতি নুর উদ্দিন, মনিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্টের সভাপতি সাজ্জাদুল হক স্বপন, মনিপুরী মুসলিম সমাজকল্যান সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবু, বাংলাদেশ চা শ্রমিক আধিবাসী ফ্রন্টের সভাপতি পরিমল সিং বাড়াইক প্রমুখ