কমলগঞ্জ প্রতিনিধি।।
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ভূমি ও গৃহ প্রদানের শুভ উদ্বোধন সংক্রান্ত প্রেস ব্রিফিং
এভারে প্রতিপাদ্য ‘জাগো মন মানুষরতন’ মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে মণিপুরী থিয়েটারের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত।
আজ ২রা বৈশাখ শুক্রবার সকালে উপজেলার আদমপুরস্থ ঘোড়ামারা মণিপুরী থিয়েটার নটমণ্ডপ প্রাঙ্গণ থেকে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন মণিপুরি থিয়েটারের সভাপতি শুভাশিস সিনহা।
এ সময় উপস্থিত ছিলেন মনিপুরী লেখক ও গবেষক ড. রনজিৎ সিংহ, মনিপুরী থিয়েটারের সংগীতশিল্পী শর্মিলা সিনহা, অভিনেত্রী জ্যোতি সিনহা, থিয়েটার কর্মী সজল কান্তি সিনহা, স্বর্ণালী সিনহা, বিধান সিনহা, শুক্লা সিনহা, অরুণা সিনহা প্রমুখ।
মণিপুরি থিয়েটারের সভাপতি শুভাশিস সিনহা বলেন যে, ‘বাঙালির বর্ষবরণের দিন মণিপুরিদের বর্ষবিদায় হয় পঞ্জিকার তারতম্য অনুসারে মণিপুরিরা দিনটিকে বলে থাকে বিষু। বিষু উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় মণিপুরী থিয়েটার নটমণ্ডপে নাটক ও বিচিত্রানুষ্ঠান আয়োজন করা হয়েছে।